ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত পশ্চিমা লঘুচাপের প্রভাবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাতের পর থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে ইতোমধ্যে হালকা বৃষ্টি অতিক্রম করেছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার পর থেকে খুলনা বিভাগের ভারত-সীমানবর্তী জেলাগুলো—বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিপাত ক্রমেই দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
জাপানের কৃত্রিম উপগ্রহ ও বাংলাদেশ বিমানবাহিনীর যশোর রাডার থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, আজ বুধবার দুপুর ৩টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।
খুলনা বিভাগের উপর দিয়ে প্রবেশ করা মূল বৃষ্টিপাতটি আগামী সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে বরিশাল ও ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার উপর অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলার উপর। এছাড়া মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার উপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেল ৫টা থেকে রাত ১২টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগে সন্ধ্যা ৭টার পর থেকে ভোর ৬টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে। বরিশাল বিভাগে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে যেমন রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলার উপর গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে আজ সন্ধ্যা ৭টার পর থেকে সকাল ৬টার মধ্যে সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ (আগামী ২ দিনে):
- ১০–৩০ মি.মি. বৃষ্টি: সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি।
- ৫–২০ মি.মি. বৃষ্টি: ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার।
সারসংক্ষেপে, আজ সন্ধ্যা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত প্রবাহমান থাকবে, যা রাতের মধ্যে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে। যদিও বৃষ্টিপাতের তীব্রতা খুব বেশি নয়, তবুও মাঝারি মানের আর্দ্রতা ও গুড়ি-গুড়ি বৃষ্টির প্রভাবে জনজীবনে সামান্য প্রভাব পড়তে পারে।