বাংলাদেশ রেলওয়ে টিকিট নিয়ে হাহাকার, এক ঘণ্টায় ১ কোটির বেশি হিট

বাংলাদেশ রেলওয়ে টিকিট: ঈদের ট্রেনের আগাম বিক্রি শুরু আজ

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে টিকিট এর অগ্রিম বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরুর পর এক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে হিটের সংখ্যা পৌঁছায় ১ কোটি ১৪ লাখে।

রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ৩ জুনের জন্য ঢাকা থেকে সারাদেশমুখী যাত্রীদের জন্য মোট ৩২ হাজার ৮৪১টি বাংলাদেশ রেলওয়ে টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে রয়েছে ১৬ হাজার ৭৬টি আসন এবং পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনে বরাদ্দ রয়েছে ১৬ হাজার ৭৬৫টি আসন।

সকাল ৯টা পর্যন্ত মোট ১৫ হাজার ৬৫৮টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে। সারাদেশে বরাদ্দ থাকা ১ লাখ ৮০ হাজার ৩৫৫টি বাংলাদেশ রেলওয়ে টিকিট এর মধ্যে এই সময় পর্যন্ত বিক্রি হয় ১৯ হাজার ৮৬৭টি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট ইস্যুর সময় আলাদা করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের বাংলাদেশ রেলওয়ে টিকিট ইস্যু করা হচ্ছে।

পরবর্তী টিকিট সংগ্রহের সময়সূচি:

▪ ৪ জুনের টিকিট: ২৫ মে

▪ ৫ জুনের টিকিট: ২৬ মে

▪ ৬ জুনের টিকিট: ২৭ মে

ফিরতি যাত্রার অগ্রিম টিকিট:

▪ ৯ জুনের টিকিট: ৩০ মে

▪ ১০ জুন: ৩১ মে

▪ ১১ জুন: ১ জুন

▪ ১২ জুন: ২ জুন

▪ ১৩ জুন: ৩ জুন

▪ ১৪ জুন: ৪ জুন

▪ ১৫ জুন: ৫ জুন

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে সব বাংলাদেশ রেলওয়ে টিকিট এবার শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। কোনো স্টেশনে টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে না।

এদিকে অনলাইনভিত্তিক টিকিট বিক্রির কারণে শুরুতেই সার্ভারে বাড়তি চাপ পড়ে। এজন্য রেলওয়ে যাত্রীদের টিকিট সংগ্রহে আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ রেলওয়ে টিকিট নিয়ে যাত্রীদের আগ্রহ এবং চাপ মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন কারিগরি সমাধান গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন