জকিগঞ্জ প্রতিনিধি ::
শেওলা-জকিগঞ্জ সড়কে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিক কে.এম মামুন বুধবার একটি ফেসবুক পোস্ট করেন। মুহূর্তেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটির কার্পেটিং কাজ শুরু হলেও নিয়ম অনুযায়ী ‘বিটুমিন প্রাইমকোট’ না দিয়ে সরাসরি কার্পেটিং করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগ নিয়ে স্থানীয় জনগণ উপজেলা এলজিইডি কার্যালয়ে গেলেও তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে।
এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার উপজেলা সমন্বয় সভার শুরুতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রকৌশলী এস. এম. মুজিবুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আযাদ কাজী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশাররফ হোসেন। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনগণের সচেতনতা ও সামাজিকমাধ্যমের তৎপরতা যে প্রশাসনিক জবাবদিহিতার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে, শেওলা-জকিগঞ্জ সড়কের ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।