জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল ও এতিম শিশুদের জন্য আয়োজন করা হয় ফ্রি খতনা কার্যক্রম। ৩০ এপ্রিল (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ সেবামূলক প্রজেক্টে ৪০ জন শিশু, বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে বিনামূল্যে খতনার সুযোগ পায়।
পরিষদের উপদেষ্টা ডা. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মাওলানা রশীদ আহমদ, মুফতি সিদ্দিক আহমদ, ডা. নজরুল ইসলাম, আবু ইউসুফ তাজুল, ছাব্বির আহমদ, আবুল আহমদ ও শাহজাহান আহমদ প্রমুখ।
বক্তারা এমন উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।