জকিগঞ্জ প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জে সিএনজি অটোরিকশা শ্রমিকদের উদ্যোগে উপজেলা জুড়ে শত শত গাড়ির বহর নিয়ে বিশাল প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার সবকটি সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় জকিগঞ্জ বাজারে এসে শেষ হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ শাখার আওতাধীন জকিগঞ্জ উপশাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই র্যালিতে উপজেলার সব স্ট্যান্ডের সিএনজি চালকরা অংশগ্রহণ করেন।
জকিগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, "ফিলিস্তিনের গাজায় প্রতিদিন নারী-শিশুসহ অসংখ্য নিরীহ মানুষকে পাখির মতো হত্যা করা হচ্ছে। মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই জকিগঞ্জের সকল সিএনজি চালক ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে আজকের র্যালিতে অংশগ্রহণ করেছেন। পৃথিবীর সকল জালিমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।"