জকিগঞ্জে একই গ্রামের ৬ তরুণ কক্সবাজারে গিয়ে নিখোঁজ, থানায় জিডি



জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ জন তরুণ কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা, এবং একসঙ্গে কাজের উদ্দেশ্যে বাড়ি ছাড়লেও এখনো কারও সন্ধান মেলেনি। পরিবার ও এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলেন—মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি মিয়ার ছেলে আব্দুল জলিল (৪০)।

জানা গেছে, তারা সবাই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গত ১৫ এপ্রিল বিকাল ৩টার দিকে একসঙ্গে বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। কক্সবাজার পৌঁছানো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নিখোঁজদের পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তারা কোনো অপহরণ বা অপরাধচক্রের খপ্পরে পড়েছেন। বিষয়টি জানিয়ে জকিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। 

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ নিখোঁজদের মধ্যে দুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের সর্বশেষ অবস্থান কক্সবাজারের টেকনাফে পেয়েছে। টেকনাফ থানার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। নিখোঁজ হওয়া লোকজনের অভিভাবকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় জিডি করার জন্য। আমরাও বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

নিখোঁজ খালেদ হাসানের বাবা ও ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, তারা কাজের জন্য চট্টগ্রাম গিয়ে ৫/৬ মাস সেখানে থাকে। ঈদে বা ওয়াজের সময় বাড়িতে আসে। তাছাড়া সারা বছরই চট্টগ্রামে রাজমিস্ত্রীর কাজ করে। মঙ্গলবার আমার ছেলে বাড়ি থেকে যাওয়ার পরে আর কোনো যোগাযোগ নেই। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিবার আত্মীয় স্বজনরা অস্থির হয়ে পড়েছেন। খালেদের মা ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ছেন। কোনোভাবেই সান্ত্বনা দেয়া যাচ্ছে না। তিনি বলেন, যে ঠিকাদার নিয়েছিলো তার মোবাইল নাম্বার এখন বন্ধ। জকিগঞ্জ থানার ওসি খবর নিয়ে আমাদেরকে জানিয়েছেন, চট্টগ্রামের ওই ঠিকাদারের নাম রশিদ ও তার সাথের অপর ব্যক্তির নাম বাবুল।

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। নিখোঁজদের স্বজনরা দ্রুত তাদের সন্ধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন