সিলেটে রমজানেও থামেনি অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে আটক ৬


পবিত্র রমজান মাসেও থামছে না সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায়, গতকাল শনিবার রাতে নগরীর মেন্দিবাগ পয়েন্টের গার্ডেন টাওয়ারের ১২ তম তলার ৪১২৪ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সোবহানীঘাট ফাঁড়ির একটি টিম। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জাহানারা বেগম (৪০), তানিশা বেগম (২৩) ও জারা আহমদ (১৮)।

এসএমপি’র মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন