সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে শতবর্ষী স্বামীও পাড়ি জমালেন না ফেরার দেশে। ৭৫ বছরের দাম্পত্য জীবনের পর একসঙ্গে শেষ বিদায় নিলেন তারা, রেখে গেলেন ভালোবাসার বিরল নিদর্শন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রীর এমন বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা যায়, শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজের সময় নির্ধারিত হয় রবিবার সকাল ১১টায়। স্ত্রীকে হারিয়ে গভীর শোকে মুহ্যমান জমশিদ আলী রাতের এশার নামাজের পর কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করেন।
পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। কিন্তু স্ত্রীকে চিরবিদায় জানানোর মুহূর্তেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জমশিদ আলী ও হাওয়ারুন নেছা দম্পতি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকালে পারিবারিক কবরস্থানে হাওয়ারুন নেছাকে দাফন করা হয়, আর বিকেলে ঠিক তার পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় জমশিদ আলীকে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাওছার খান বলেন, প্রায়ই তাদের একসঙ্গে হাত ধরে চিকিৎসকের কাছে যেতে দেখতাম। এমন দম্পতি সত্যিই বিরল। আজ তারা একসঙ্গেই পৃথিবী ছেড়ে চলে গেলেন।