দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুনসহ ৩ পাচারকারী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতে পাচারকালে ৬২টি বস্তা রসুনসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রাম থেকে ৩টি অটোরিকশা (টমটম) গাড়িসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: একই ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুছ সাত্তারের পুত্র জাকির হোসেন (২০), বালিছড়া গ্রামের মন্তাজ উদ্দিনের পুত্র শাখাওয়াত হোসেন কামাল (১৯), এবং উস্তিঙ্গের গাঁও গ্রামের মৃত আবুবকর ছিদ্দিকের পুত্র আব্দুল্লাহ আল মোজাহিদ (২০)। 

দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, পুলিশ তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করেছে। ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) এবং ৬২টি বস্তা রসুন উদ্ধার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন