জকিগঞ্জের আলোর মেলা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল


জকিগঞ্জের আলোর মেলা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্কুল মাঠে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল মহিউদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, আলোর মেলা আইডিয়াল স্কুলের কো-অর্ডিনেটর ও ফাউন্ডার হাসানুল বান্না, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার সুহেল আহমদ।

আলোর মেলা স্কুলের সহকারি শিক্ষক আব্দুল হাদির সঞ্চালনায় দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মিজানুর রহমান সাদিক, ইসলামি সংগীত পরিবেশন করে তোফায়েল আহমেদ, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে জাহিদুল ইসলাম আকাশ। এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সজিব আহমদ ও নাবিলা ফেরদৌস। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাসুদ আহমদ ও রোকশানা আক্তার। মাহফিলে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শাহরিয়ার হোসেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন