স্কুল কলেজে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মুসলিম রিলিজিয়াস এসোসিয়েশন প্রতিষ্ঠা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

সরকারি বেসরকারি স্কুল কলেজে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ অক্ষুন্ন রাখা ধর্মীয় শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি বেসরকারি স্কুল কলেজের ধর্মীয় শিক্ষকদের সমন্বয়ে মুসলিম রিলিজিয়াস টিচার্স এসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।

সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া ও ধর্মীয় শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে এক সাধারণ সভায় বিপুল সংখ্যক শিক্ষকদের উপস্থিতিতে জকিগঞ্জ উপজেলার সোনাসার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাও. আব্দুল হালিমকে সভাপতি, কানাইঘাট উপজেলার চরিপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও. আ.খ.ম আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক ও সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দুল আহাদকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের একটি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীলগন হলেন সহ- সভাপতি হাফিজ মাও. রফিক আহমেদ (রমিজা উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), মাওলানা মোঃ নাছির উদ্দিন (কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), যুগ্ম সাধারণ সম্পাদক মাও.শাহীন আহমেদ (জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়,জকিগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক মাও.আব্দুল জব্বার (কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), প্রচার সম্পাদক মাও. হোসাইন আহমদ (বীরদল এন এস উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), সহ প্রচার সম্পাদক মাও. ফয়জুর রহমান (এম.আর মজুমদার বিদ্যানিকেতন,জকিগঞ্জ), অফিস সম্পাদক মাও. মোঃ মতিউর রহমান (ছুরতুন্নেছা উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), সমাজ কল্যাণ সম্পাদক মাও.মুহিবুর রহমান (কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়,জকিগঞ্জ), নির্বাহী সদস্য মাওঃ মোঃ আব্দুস সাত্তার (ছোটদেশ উচ্চ বিদ্যালয়,কানাইঘাট), মাওঃ মোঃ কামরুজ্জামান (গাছবাড়ী মডার্ন একাডেমি, কানাইঘাট), মাওঃ মোঃ এনামুল হক জিহাদী (শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়, জকিগঞ্জ), হাফিজ মাও. আব্দুর রউফ (লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ, জকিগঞ্জ) প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন