আল-ইসলাহ নেতা মাও. জুবায়ের আহমদের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক মাও. জুবায়ের আহমদের পিতা জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রাম নিবাসী আলহাজ্ব মো. আব্দুস সামাদ মাসুক মিয়ার নামাজে জানাযা বুধবার রাত ৯ টার সময় রারাই প্রধান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শত শত মানুষের উপস্থিতিতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে অংশগ্রহন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল ইসলাম, উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাও. মোশাহীদ আহমদ কামালী, দুবাগবাজার হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল কালাম মজলী, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসাইন নজরুল, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাও. আলাউদ্দীন তাপাদার, উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালেক মাহতাব, জকিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডটকমের ব্যাবস্থাপনা সম্পাদক সাংবাদিক কে. এম মামুন, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক তারেক আহমদ, আল-ইসলাহ নেতা মাও. ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. আব্দুল হালিম লিমন ও এহসান মো. শামীম, বর্তমান সাধারন সম্পাদক আবু সাঈদ আশিক, প্রচার সম্পাদক আব্দুস সামাদ স্বীপন, সবুজ প্রান্ত ফাউন্ডেশনের এমডি আব্দুল্লাহ আল সুহেল প্রমুখ।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, জাতীয়পার্টি জকিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফা আহমদ, জকিগঞ্জ নিউজের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও জকিগঞ্জ টাইমস এর প্রধান সম্পাদক রিপন আহমদ, উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মনজুর, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জাফরুল ইসলাম, নাজাত ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাও. কামাল আহমদ, ইতালি প্রবাসী তুফায়েল আহমদ খাঁন, বিপ্লবী যুব সংস্থার মহাসচিব এম মহিউদ্দীন ডালিম প্রমুখ।

1 মন্তব্যসমূহ

  1. Sands Casino Resort in Las Vegas - Overview, Map & Floor Plans
    The 우리 카지노 총판 Sands Hotel 바카라 사이트 & Casino offers guests the ultimate gaming experience to Las 카지노 Vegas, 샌즈 카지노 먹튀 a place where relaxation and rejuvenation 메리트카지노 are intertwined.

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন