সোমবার (৭ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক এই জামিন আদেশ দেন। আদালত জানিয়েছে, আসামি প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং তার নিয়মিত ধর্মীয় কর্তব্য পালন করবে। জামিনের শর্ত হিসেবে আসামিকে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন, শুক্রবার মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা, রাসূল (স.)-এর জীবনী পাঠ করা এবং ৫০টি গাছ রোপণ করে নিয়মিত যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামির কাছ থেকে এসব শর্তের বাস্তবায়ন নিশ্চিত করতে আদালতে একটি বন্ডও সম্পাদন করা হয়েছে।
আদালতের এই ব্যতিক্রমী রায়কে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন অনেকেই। তাদের মতে, এমন রায় সামাজিক সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধে নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করতে পারে।
জানা গেছে, জামিন পাওয়া আসামি সাদ্দাম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে বসবাস করছেন।