বিশ্বনাথ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খেলাধুলার মান উন্নয়নে তার দল ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিএনপি সবসময় খেলাধুলার বিকাশে কাজ করেছে।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের ফুটবল মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স জীবনীশক্তির মতো কাজ করে। তিনি যুব সমাজকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং আগামীর বাংলাদেশ গঠনে প্রবাসীদের ঐক্য, সচেতনতা ও সহযোগিতাকে অপরিহার্য বলে মন্তব্য করেন।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে এবং ইউকে কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিলের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে অন্যান্য অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি ও রেফারী এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
