সিলেট জেলা বিএনপির প্রথম সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন,
“আমরা চাই জকিগঞ্জ-কানাইঘাটে ফেসবুক অকেজ করে ফেলতে একদম। আমাদের পোস্টের ঠেলায় ফেসবুক অকেজ হয়ে যাবে। আপনারা চিন্তা করতে পারেন, ১৮০টা ইউনিটে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয়— ফেসবুক হতভম্ব হয়ে যাবে, মার্ক জাকারবার্গ হতভম্ব হয়ে যাবে, এখানে কী শুরু হয়েছে।”
সোমবার (১৩ অক্টোবর) রাতে জকিগঞ্জের আটগ্রাম স্টেশনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সংবলিত লিফলেট উপজেলা জুড়ে প্রচারের প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,“যারা দীর্ঘদিন থেকে হেঁটেছেন, যারা দীর্ঘদিন থেকে কষ্ট করেছেন, আমাদের প্রতিপক্ষের নেতৃবৃন্দরা অরা হতাশ হয়ে যাবেন। আমাদের এই কর্মসূচি এভাবেই চলবে। যেদিন যে ওয়ার্ডে কাজ শুরু হবে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। সবাই যতগুলো পারেন ছবি আপলোড করবেন ফেসবুকে। তাহলে আমরা সবাই জানতে পারবো কোথায় কাজ হচ্ছে।”
