নোমান উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন আগামীকাল


নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ :

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (৮ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সমাজের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর বিকেলে কালিগঞ্জ বাজারের পূর্বে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে নিখোঁজের তিন দিন পর নোমান উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন