![]() |
| ছবি : বামে সভাপতি রুবেল, ডানে সাধারণ সম্পাদক ফলিক |
পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের (পুসাগ) নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে সিলেটের আম্বরখানা ব্রিটেনিয়া হোটেলে “FRESHERS’ RECEPTION AND FELICITATION-2025” অনুষ্ঠানে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের সাবেক সভাপতি ফাহিম মোনায়েম ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল আহমদ রাহীকে সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফখরুজ্জামান ফলিককে সাধারণ সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোহরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান মতি, কোষাধ্যক্ষ হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের আবু হানিফ সিদ্দিককে মনোনীত করা হয়।
মন্তব্য করুন