২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিশেষত বাংলা ২য় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং এই তিনটি বিষয়ের কাঠামো সংশোধিত হয়েছে।
রোবাবার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। নতুন এই কাঠামোটি ২০২৬ সালের এসএসসি এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা থেকেই কার্যকর হবে।
পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বাংলা ২য় পত্রের রচনামূলক অংশে 'অনুবাদ' প্রশ্নটি বাতিল করা। অনুবাদের জন্য বরাদ্দ থাকা ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদনের জন্য নির্ধারিত হয়েছে। ফলে এই অংশে মোট ছয়টি বিভাগ (অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ) থাকবে।
অন্যদিকে, আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এই অংশের ১০ নম্বর বহুনির্বাচনী অংশে যুক্ত হওয়ায় বহুনির্বাচনী প্রশ্নের মোট সংখ্যা ২৫টি হবে, যার পূর্ণমান ২৫। তত্ত্বীয় অংশের এই ২৫ নম্বরের সঙ্গে ব্যবহারিক অংশে ২৫ নম্বরের কাজ করতে হবে শিক্ষার্থীদের।
ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নে মোট ১৫টি প্রশ্ন থাকবে (ফিন্যান্স থেকে ৮টি ও ব্যাংকিং থেকে ৭টি)। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন ৮টির মধ্যে উভয় অংশ থেকে ন্যূনতম ২টি করে মোট ৫টির উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের সংখ্যা অপরিবর্তিত রেখে ৩০টি থাকবে।
