বিজিবি-৪৮ এর অভিযানে বিছানাকান্দি সীমান্তে ভারতীয় ২৩৭ গরু ও ৫৩ মহিষ আটক


গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক এ যাবৎ কালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা ২৩৭টি গরু ও ৫৩টি মহিষ আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত গরু ও মহিষের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এসব পশু পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন