সুনামগঞ্জের ছাতক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ এর উদ্যোগে সম্প্রতি তিন দিনব্যাপী (১২, ১৩ ও ১৪ জুলাই) এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
প্রচণ্ড রোদ ও বর্ষার দুর্ভোগে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। ফোরামের সদস্যরা নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন।
ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ বলেন, “সমাজের শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের শুধু বই-পুস্তক নয়, বর্ষায় বৃষ্টিতে সুরক্ষা পাওয়ার মতো একটি ছাতাও হতে পারে শিক্ষায় এগিয়ে যাওয়ার অনুঘটক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পথচলাকে সামান্য হলেও সহজ করবে বলে বিশ্বাস করি।”
ছাতা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এক শিক্ষার্থী জানায়, “এখন আর রোদ-বৃষ্টিতে কষ্ট করে স্কুলে যেতে হবে না। নতুন ছাতাটা অনেক ভালো লাগছে।”
স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, তারা সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্য মনে করে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
ছাতা বিতরণ করা হয়— নোয়ারাই ইসলামপুর মাদরাসা, নোয়ারাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরটিল্লা সুনুমিয়া প্রাথমিক বিদ্যালয়, কুমারদানী ইবতেদায়ী মাদরাসা, হাদা-পান্ডব দাখিল মাদরাসা, লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসা, জয়নগর হিফজুল কোরআন মাদরাসা, শাহ আরফিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গল্লা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, জোড়াপানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, নোয়ারাই মাওলানা হাছন আলী (রহ.) মাদরাসা, জোড়াপানি আল আরজ সুফিয়া হিফজুল কুরআন মাদরাসা ও খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উল্লেখ্য, ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ দীর্ঘদিন ধরে ইসলামী, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ, সহ-সভাপতি মাওলানা সেলিম হোসেন ও সামছু উদ্দীন এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমীন।
