জকিগঞ্জে নোমান হত্যার রহস্য উদঘাটনের দাবি: ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন


জকিগঞ্জ প্রতিনিধি 

ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল এম.এ.হক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী নোমান আহমদের হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাবেক সদস্য জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলার সাবেক সদস্য মোঃ হাবিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইজ্জাদ, আল ইসলাহ নেতা মাওঃ কবির আহমদ, ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, নিহত নোমান আহমদের ভাই রিয়াজ উদ্দিন, ছাত্র আন্দোলন জকিগঞ্জ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান, দাওয়াহ সম্পাদক সৈয়দ মারজান আহমদ এবং মিজানুর রহমান কামরান।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি ন্যায্য ও দ্রুত পদক্ষেপের শক্তিশালী বার্তা প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন