ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


স্টাফ রিপোর্টার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহতের নাম মো. সুমন আহমদ (২৬)। তিনি বিমানবন্দর থানার লালবাগ এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

বিমানবন্দর থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে তিনি কেন রাতে রানওয়ে এলাকায় প্রবেশ করেছিলেন—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন