১২ বছরের নিখোঁজ নিহা আক্তার তাসনিমকে খুঁজছে পরিবার



নিজস্ব প্রতিবেদক, সিলেট 
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের কন্যা নিহা আক্তার তাসনিম (১২) গত সোমবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে কোচিং করার জন্য মাদরাসায় যাওয়ার সময় নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো বোরখা ও কালো হিজাব। পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিহা আক্তার তাসনিমের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে— ০১৭৬২২২৬৯৪০, ০১৭৩৭৬২৭০৩৭ আলী আজগর, শিক্ষক, দক্ষিণ কাছ নূরানী কিন্ডারগার্টেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন