চুর না শোনে ধর্মের কাহিনী — মসজিদকেও ছাড় দিল না চোরের দল


জকিগঞ্জ প্রতিনিধি:

চুর না শোনে ধর্মের কাহিনী— এবার সেই প্রবাদই যেন বাস্তবে রূপ নিল জকিগঞ্জে। উপজেলার গঙ্গাজল জায়ফরপুর জামে মসজিদের সৌর বিদ্যুতের ব্যাটারি চুরি হয়েছে দিনের বেলায়ই।


শনিবার (১১ অক্টোবর) আসরের নামাজের পর মসজিদের ইমাম দেখতে পান সৌরবিদ্যুতের ব্যাটারি উধাও। তাৎক্ষণিক তিনি আশপাশের মুসল্লিদের বিষয়টি জানান। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে এক বয়স্ক ব্যক্তি জায়নামাজে মোড়ানো কিছু একটা নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন— ধারণা করা হচ্ছে তিনিই ব্যাটারিটি নিয়ে গেছেন।

ঘটনাটি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও দুঃখের সৃষ্টি করেছে। তাঁরা বলেন, “যেখানে নামাজ পড়া হয়, সেই পবিত্র স্থানও যদি নিরাপদ না থাকে, তবে সমাজ কোন পথে যাচ্ছে?”

মসজিদ কমিটি জানিয়েছে— কেউ যদি চুরি হওয়া ব্যাটারির সন্ধান পান বা বিক্রির চেষ্টা লক্ষ্য করেন, তবে ০১৭২১-৪৭৫৯৭০ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন