জকিগঞ্জে ফুটবল প্রিমিয়ার লিগের প্রথম আসর সফলভাবে সম্পন্ন


জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ–২০২৫ (সিজন–১) এর মেগা ফাইনাল ম্যাচ গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে মুখোমুখি হয় শুভেচ্ছা টেলিকম এফসি ও বেঙ্গল টাইগার্স এফসি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় শুভেচ্ছা টেলিকম এফসি প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বেঙ্গল টাইগার্স এফসি রানার্সআপ হয়।


ফাইনাল খেলাটি ছিল দর্শকে পরিপূর্ণ। খেলাপ্রেমী শত শত মানুষ মাঠে উপস্থিত থেকে দুই দলের চমৎকার পারফরম্যান্স উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

ফাইনাল খেলার সভাপতিত্ব করেন লিগের সভাপতি শহীদ আহমদ, আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ আল আরাফাত টিপু। প্রধান বক্তা ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বদরুল আলম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ কালা, সাবেক ফুটবলার শফিক আহমদ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ইমতিয়াজ আহমেদ সেতু এবং জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির সদস্য ওয়াজেদ আহমদ (টাইগার ওয়াজেদ), সৌরভ বিলাস রায়, সেবুল আহমদ, রায়হান আহমদ, ডেন্টিস্ট বিমান রায়, মৃণাল কান্তি দাস, রাজিব রায় প্রমুখ।

আয়োজকরা জানান, তরুণদের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই লিগের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন