ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার মিয়ার বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ এবং সঞ্চালনা করেন ছাত্র সংসদের ভিপি ইকবাল হোসাইন রাহেল কামালী।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের প্রতি অবমাননা মানে জাতির প্রতি অবমাননা। সরকারের উচিত শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া।
উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ বলেন, “যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচি দেব। প্রয়োজনে প্রতিষ্ঠান তালাবদ্ধ করার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।”
প্রভাষক মাস্টার সুয়েদ আহমদ বলেন, “বার্ষিক ও ফাজিল পরীক্ষা সামনে, অথচ সরকার এখনো নিরব। আমরা কোনো রাজনৈতিক আন্দোলন করছি না, এটি শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলন।”
ছাত্রনেতা ইকবাল হোসাইন রাহেল কামালী বলেন, “শিক্ষক জাতি গড়েন, তাই তাদের প্রতি অন্যায় মানে জাতির প্রতি অন্যায়। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষক সেই মেরুদণ্ডের শক্তি।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা দিলোয়ার হোসাইন, বাংলা প্রভাষক মোছা: লুৎফা বেগম, ইংরেজি প্রভাষক মাস্টার আলমগীর হোসাইন সোহাগ, সিনিয়র শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাস্টার মুস্তাক আহমেদ, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মাওলানা আবদুল আজিজসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়াও সাবেক ছাত্র ও সংবাদকর্মী জাবু শাহ, মাহফুজুর রশীদ, তাজুল ইসলাম, হাফিজ সায়মন আহমেদ ও জুয়েল মাহমুদসহ অনেকে অংশ নেন।
