জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জে অবশেষে ধরা পড়ল দানবক্স ভাঙা কুখ্যাত চোর মোশাররফ হোসেন। সে বারঠাকুরী ইউনিয়নের খাশিরচক গ্রামের সাহাব উদ্দিন (সাবু)-এর ছেলে। এলাকাবাসীর অভিযোগ—তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক চুরির ঘটনা রয়েছে।
সম্প্রতি শাহ শিতালং (রহ) মাদ্রাসার দানবক্স ভেঙে দানকৃত অর্থ হাতিয়ে নেয় সে। বিষয়টি ফাঁস হলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচেতন এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার (৭ অক্টোবর) জকিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এলাকাবাসীর দাবি—এই চোরকে যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। তারা বলেন, “যে লোকের হাতে মাদ্রাসার দানবক্স নিরাপদ নয়, তার হাতে কারো ঘরবাড়িও নিরাপদ নয়।”
এলাকাবাসী এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক কাজের সাহস না পায়।
