বড়লেখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— প্রতিপাদ্যে নানা আয়োজনে কর্মসূচি



বড়লেখা প্রতিনিধি 

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এ প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের বড়লেখায় সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।


দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।


র‌্যালি শেষে উপজেলা প্রশাসন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন তাৎক্ষণিক করণীয়, উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ কৌশল প্রদর্শন করেন।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন