জকিগঞ্জে সরকারি ভাতা পেতে অনলাইনে আবেদন শুরু



২০২৫-২০২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও ছিন্নমূল জনগোষ্ঠীর ভাতা এবং অন্যান্য কর্মসূচির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।

সামাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা কর্মসূচি) মো. মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগ্রহী ও উপযুক্ত নাগরিকরা ১৩ অক্টোবর ২০২৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে mis.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

পরিপত্রে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই নগদ বা বিকাশ একাউন্ট সংযুক্ত মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, এবং সঠিক ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা Disability Information System (DIS)-এর তথ্য যুক্ত থাকতে হবে।

বয়স, পরিবারিক আয়, সামাজিক অবস্থান ও অন্যান্য শর্ত যাচাইয়ের পর আবেদন যাচাই-বাছাই শেষে সুবিধাভোগী নির্বাচন করা হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জকিগঞ্জে যোগ্য ব্যক্তিদের আবেদন গ্রহণ কার্যক্রম চলছে। তিনি সময়মতো আবেদন করার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন