সভাপতি প্রিন্সিপাল মাও. এমএ নূর, সেক্রেটারি মাও. শাব্বির আহমদ
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (দা.বা.)। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কাউন্সিলের সফল আয়োজনের জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
কাউন্সিল অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরগণের সর্বসম্মতিক্রমে প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূরকে সভাপতি, মাওলানা শাব্বির আহমদকে সাধারণ সম্পাদক এবং হাফিজ মাওলানা কাওছার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দিন সাহেব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক সাহেব।
