বিসিবির নতুন পরিচালনা পরিষদের প্রথম সভা: ২৩টি কমিটি গঠন



স্পোর্টস ডেস্ক:

নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথমবারের মতো বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পরিষদ। নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই মাসের জন্য গঠন করা হয়েছে বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি

সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানান, আপাতত এসব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

কে কোন কমিটির দায়িত্বে

🔸 ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
🔸 ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন ফাহিম
🔸 বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)
🔸 ফাইন্যান্স: নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)
🔸 হাইপারফরম্যান্স: খালেদ মাসুদ পাইলট
🔸 আম্পায়ার্স: ইফতেখার রহমান মিঠু
🔸 ডিসিপ্লিনারি: ফাইজুর রহমান মিতু
🔸 গেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদেক
🔸 টুর্নামেন্ট: আহসান ইকবাল চৌধুরী
🔸 বয়সভিত্তিক টুর্নামেন্ট: আসিফ আকবর
🔸 গ্রাউন্ডস: আমিনুল ইসলাম বুলবুল ও রাহাত শামস
🔸 ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট: শানিয়ান তানিম
🔸 মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল: সাখাওয়াত হোসেন
🔸 মেডিক্যাল: মনজুর আলম
🔸 টেন্ডার অ্যান্ড পারচেজ: আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস চেয়ারম্যান)
🔸 মিডিয়া: আমজাদ হোসেন
🔸 অডিট: মুখলেছুর রহমান খান
🔸 উইমেন্স উইং: আব্দুর রাজ্জাক
🔸 লজিস্টিকস অ্যান্ড প্রটোকল: ইয়াসির মোহাম্মদ ফয়সাল
🔸 সিকিউরিটি: মেহেরাব আলম চৌধুরী
🔸 সিসিডিএম: আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়জুর রহমান (ভাইস চেয়ারম্যান)
🔸 ফিজিক্যাল চ্যালেঞ্জ: জুলফিকুর আলী খান
🔸 বাংলাদেশ টাইগার্স: রাহাত শামস
🔸 ওয়েলফেয়ার: মোকছেদুল কামাল

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন