দক্ষিণ সুরমা প্রতিনিধি :
সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস সবুজপ্রান্তকে বলেন, “চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ট্রেন উদ্ধারে কাজ চলছে। আশা করছি দ্রুতই সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
