প্রকৃত খুনিদের গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে হাজারো মানুষের ঢল নামে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে আয়োজিত এক বিশাল মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও সাধারণ মানুষ অংশ নেন।
নিহত নোমান উদ্দিন (৫২) উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রায় তিন দশক সৌদি আরবে প্রবাস জীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।
পরিবারের সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নোমান উদ্দিন নিখোঁজ হন। পরদিন তাঁর স্ত্রী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ১ অক্টোবর বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেতে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর পুলিশ প্রাথমিক তদন্তে গাফিলতি করছে এবং প্রকৃত আসামিদের আড়াল করছে। তাঁরা বলেন, নিহতের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নিকে বাদী করে গোপনে মামলা রেকর্ড করায় সঠিক তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। নিহতের ভাই রিয়াজ উদ্দিন বলেন, “আমরা থানায় বারবার গিয়েছি, কিন্তু মামলা নেয়নি। পরে পুলিশ গোপনে আমার ভাতিজিকে বাদী বানিয়ে মামলা করেছে।”
বক্তারা আরও বলেন, “জকিগঞ্জে এর আগেও চুরি-ডাকাতি ও নানা অপরাধের ঘটনা ঘটেছে, কিন্তু এবার একজন নিরীহ ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ যদি দ্রুত প্রকৃত খুনিদের গ্রেফতার না করে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন—আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন সামন, বৃহত্তর কালিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, প্রবাসী মঈন উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান আহমদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়নের সাবেক মেম্বার কবির আহমদ এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী কাওছার আহমদ।
বক্তারা অবিলম্বে নোমান উদ্দিন হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, শনিবার (৪ অক্টোবর) সন্দেহভাজন হিসেবে নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমনকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়নোমান হত্যাকাণ্ড
