বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।
সোমবার (১৩ অক্টোবর) লামাকাজী ইউনিয়নের আকিলপুর, হাজারীগাঁও ও খাজাঞ্চিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, নগদ অর্থসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষকদেরও উপহার প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন সংগঠনের বাংলাদেশ কমিটির সমন্বয়ক শাহ জুবায়েল আহমদ ও ট্রাস্টি সদস্য আবু তাহির। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক হিমাংশু রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, প্রধান শিক্ষিকা আংগুরা বেগম, এবং সমাজসেবক কবি লাহিন নাহিয়ান প্রমুখ।
বক্তারা ট্রাস্টের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহী করে তুলবে বলে আশা প্রকাশ করেন।
