এক সপ্তাহের আল্টিমেটাম: কুমিল্লা বিভাগ না হলে কঠোর কর্মসূচি




কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির।

সমাবেশে ইউসুফ মোল্লা টিপু কুমিল্লাকে বিভাগ ঘোষণার পক্ষে ঐতিহাসিক যুক্তি তুলে ধরে বলেন, “প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ত্রিপুরার রাজধানীও ছিল কুমিল্লা। ষোড়শ শতকে এখানে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, তা বর্তমানে শালবন বিহার নামে পরিচিত। প্রাচীন এই অঞ্চলের গৌরব রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।”


আমিনুর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কুমিল্লাবাসীর ন্যায্য দাবিকে অবহেলা করা যাবে না। জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করা হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন কোনো ধ্বংসাত্মক কর্মসূচি নয়, এটি হবে ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ গণআন্দোলন।”


উল্লেখ্য, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সম্প্রতি বিষয়টি পুনরায় জোরালো হয়ে উঠেছে এবং বিভিন্ন মহল থেকে এ দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন