মানুষের হৃদয়ে এখনও ইলিয়াস আলীর নাম কৃতজ্ঞতার সঙ্গে জীবিত: বিশ্বনাথে বিএনপির সভায় বক্তারা


বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেছেন, “এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর ৫ বছরে এই জনপদে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। মানুষের হৃদয়ে এখনও তার নাম কৃতজ্ঞতার সঙ্গে জীবিত।

তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। এসব মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় এলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে।”  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিলু মিয়া শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার বিশ্বনাথের ১নং ওয়ার্ড বিএনপি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযুদ্ধা হাজী মরতুজ আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বনাথ পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা সহ আরও অনেকে।

ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন