৩১ দফা বাঙালি জাতির মুক্তির সনদ : কলিম উদ্দিন আহমদ মিলন


দোয়ারাবাজার প্রতিনিধি 


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক উঠান বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “৩১ দফা বাঙালি জাতির মুক্তির সনদ। আমরা সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও ফয়েন্ট এলাকায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠক ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “দুর্নীতি ও জনগণের ওপর জুলুমের দিন শেষ হতে চলেছে। জনগণ এখন পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে। আপনারা হতাশ হবেন না—আমাদের প্রতিটি ইউনিয়নে সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই বিজয় আমাদের অনিবার্য।”

তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা কেউ পিছু হটবো না। আন্দোলনের প্রতিটি ধাপে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”

উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতারা দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুল হক নমু, আলহাজ এম.এ. বারী, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন