কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: এলাকায় আতঙ্ক


জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

বাড়ির মালিক বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ওই ঘরে তাঁর স্ত্রী বসবাস করতেন, তবে পরিবারের এক ছোট বোনের বিয়ে উপলক্ষে তিনি বাপের বাড়িতে ছিলেন। এর মধ্যেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়।

এদিকে বাড়ির কর্তা সম্প্রতি মৃত্যুবরণ করায় পরিবারটি আগেই শোকাহত অবস্থায় ছিল। এমন সময়ে চুরির এই ঘটনা এলাকাবাসীর মনে গভীর ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ছোট ভাই রাহেল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাবা মারা যাওয়ার মাত্র এক সপ্তাহ হয়নি, এর মধ্যেই ভাইয়ের ঘরে তালা ভেঙে চুরি হয়েছে। আমাদের কালিগঞ্জ বাজারেও গতকাল একসঙ্গে কয়েকটি দোকান চুরি হয়েছে। প্রশাসন কী করছে বুঝতে পারছি না।”

তিনি আরও লিখেন, “যারা মনে করছেন এই বাড়ির মালিক আর দুনিয়ায় নেই, তাই কেউ খেয়াল রাখবে না— তারা ভুল করছেন। বাবা এই বাড়ির জন্য অনেক ত্যাগ করেছেন, আমরা তাঁর সন্তান হিসেবে সেই বাড়ির মর্যাদা রক্ষা করব।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কালিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনো চোরচক্র শনাক্ত হয়নি। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ পেলে পুলিশ তদন্ত শুরু করবে এবং চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন