বালাগঞ্জে মাওলানা নজরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জমিয়তের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম-এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৬ অক্টোবর) বাদ মাগরিব স্থানীয় মোরারবাজারস্থ একটি সেন্টারে দেওয়ানবাজার ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক হাকীম মাওলানা আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।

বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ধর্মীয় মূল্যবোধ পুনরুদ্ধারে আলেম সমাজের নেতৃত্ব এখন সময়ের দাবি। ইসলামপ্রিয় জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে আলেম নেতৃত্বকে বিজয়ী করতে বদ্ধপরিকর।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক কুয়েত প্রবাসী জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, সিলেট মহানগর জমিয়তের যুববিষয়ক সম্পাদক রেজাউল করিম এল.এল.বি, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা এনামুল হাসান কলিম প্রমুখ।

সভায় দেওয়ানবাজার ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন