সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার ও প্রজন্মের পথপ্রদর্শক। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্ন শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি মানবিকতার অংশ। প্রবীণবান্ধব সমাজ গড়তে সরকার ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির প্রতিপাদ্য ছিল— “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।”
এর আগে জেলা প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন এবং পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি, কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুসবু রুবাইয়্যাত।
স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক পূণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ।
