জকিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান। দীর্ঘদিন স্থানীয় রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত এ নেতা দুইবার ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতির দায়িত্বে আছেন।
শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের এক সভায় তাঁর নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি শাহীন আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাউল ইসলাম।
সভায় উপজেলা জামায়াত সেক্রেটারি সারওয়ার হোসেন বলেন, “আজিজুর রহমান একজন নির্লোভ, সৎ ও নিবেদিতপ্রাণ মানুষ। ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে তাঁর অবদান ইতোমধ্যেই জনগণের প্রশংসা কুড়িয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।”
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে থেকেই প্রত্যেক ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করতে হবে—জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আজিজুর রহমানের উন্নয়ন ভাবনা।”
মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় আজিজুর রহমান বলেন, “জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে জকিগঞ্জ সদর ইউনিয়নকে একটি আধুনিক, সেবামুখী ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলব। শিক্ষা ও মানবিক উন্নয়ন হবে আমার কাজের অগ্রাধিকার।”
স্থানীয়দের মতে, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর মানবিক উদ্যোগ, দরিদ্র সহায়তা কার্যক্রম এবং জনমুখী আচরণ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
