‘ভালো মানুষ, নীতিবান শিল্পী’ — প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নাঈম-আমিন খানের শ্রদ্ধার বার্তা



বিনোদন ডেস্ক :

বাংলাদেশের চলচ্চিত্রে নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম ও আমিন খান নিজেদের প্রিয় সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।

নায়ক নাঈম বলেন, “হঠাৎ করে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে খুব কষ্ট পেয়েছি। তিনি শুধু সিনেমার মানুষ নন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”

নিজের স্মৃতিচারণ করে নাঈম বলেন, “প্রথমবার ইলিয়াস কাঞ্চন ভাইকে দেখি টাঙ্গাইলের করটিয়া জমিদারবাড়িতে ‘নালিশ’ ছবির শুটিংয়ে। তখন আমি ছোট। পরে যখন নিজেও চলচ্চিত্রে আসি, তখনই তার সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তিনি সহজ-সরল, নীতিবান ও অসাধারণ একজন মানুষ।”

অন্যদিকে চিত্রনায়ক আমিন খান বলেন, “কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের এক অভিভাবকস্বরূপ। খবরটি শোনার পর সত্যিই খারাপ লেগেছে। তিনি শুধু ঢালিউড নয়, আমাদের সমাজেরও এক অমূল্য রত্ন।”

তিনি আরও বলেন, “তার সঙ্গে শত শত স্মৃতি জড়িয়ে আছে। কাজের সময় তিনি সবসময় একজন বড় ভাইয়ের মতো যত্ন নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি— কাঞ্চন ভাই দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন