জগন্নাথপুরে ঘনঘন লোডশেডিং: বিদ্যুৎ চুরিই প্রধান কারণ!


জগন্নাথপুর প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। স্থানীয় বিদ্যুৎ বিভাগ বলছে—বিদ্যুৎ চুরিই এর মূল কারণ।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ থাকলেও অবৈধ সংযোগ ও মিটার বাইপাসের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি বৃদ্ধির পর থেকেই বিদ্যুৎ চুরি আশঙ্কাজনকভাবে বেড়েছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়ায় আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর আলীর গ্যারেজ থেকে ২৪টি টমটম, ২টি ইজিবাইক ও ৩টি কাভার্ড ভ্যানসহ ২৯টি গাড়িতে অবৈধ সংযোগ ধরা পড়ে।


ঘটনায় ২০১৮ সালের বিদ্যুৎ আইন অনুযায়ী ২২ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়।

প্রকৌশলী আজাদ বলেন, “বিদ্যুৎ চুরি রোধে অভিযান অব্যাহত থাকবে—তবেই লোডশেডিং কমবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন