মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া ‘বিদআত’ —আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বিশিষ্ট আলেম ও হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী মৃত ব্যক্তির বাড়িতে খাবার দেওয়া ও খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করেছেন।

তাঁর বক্তব্য অনুযায়ী, শোকাহত পরিবারের জন্য প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে খাবার সরবরাহ করা সুন্নত; তবে মৃত ব্যক্তির বাড়িতে একত্র হয়ে খাবারের আয়োজন ও গ্রহণ করা ‘বিদআত’, যা ইসলামি শরিয়তে অনুমোদিত নয়।

আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, “যখন কোনো পরিবারে কারো মৃত্যু ঘটে, তখন সেই পরিবার শোকে মূহ্যমান থাকে এবং তাদের পক্ষে রান্না বা খাবারের ব্যবস্থা করা কষ্টকর হয়। এ সময় প্রতিবেশী ও স্বজনদের উচিত তাদের জন্য খাবার পাঠানো বা সরবরাহ করা — এটিই সুন্নতের শিক্ষা।”

তিনি সতর্ক করে বলেন, “মাইয়্যিত বাড়িতে খানা দেওয়া সুন্নত, খাবার খাওয়া বিদআত।”

এসময় তিনি জানাজা-পরবর্তী সামাজিক নানা প্রথা ও রীতির সঙ্গে শরিয়তের পার্থক্যও তুলে ধরেন।
তিনি আরও বলেন, “বর্তমানে দেখা যায়, মৃত ব্যক্তির জানাজা উপলক্ষে বিয়ে বাড়ির মতো বড় ডেগে রান্না করে মানুষকে খাওয়ানো হয়, যা শরিয়তের নির্দেশনার বাইরে এবং পরিহারযোগ্য।”

তাঁর এই বক্তব্য সিলেটসহ ধর্মীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন