কোম্পানীগঞ্জে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে গতিশীল আনয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে গতিশীল আনয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক আব্দুর রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান নয়ন।


এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া, ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জিয়াদ আলী, তেলিখাল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য মেহেদী হাসান ডালিম, ব্যবসায়ী রইছ মিয়া ও হোসেন আহমদ প্রমুখ।


সেমিনারে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করছে। অনেক সময় রোগীরা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হন—এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন