ভিডিও কলে দেখিয়ে করতেন প্রতারণা, ঘর থেকে উদ্ধার জাল নোট ও নকল পিস্তল
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের সম্মান এলাকায় একটি সাধারণ বাসা থেকে কোটি টাকার জাল টাকা ও নকল বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে ওই বাসা ঘেরাও করে মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামের এক যুবককে আটক করা হয়।
র্যাব জানায়, আটক মোক্তাদির অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়ির ওয়ারড্রব থেকে উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার জাল দেশি-বিদেশি নোট, পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং আট রাউন্ড নকল গুলি।
মাত্র তিন মাসে অনলাইনে একাধিক ভুয়া প্রোফাইল ও পেজ খুলে প্রতারণার ব্যবসা জমিয়ে ফেলেন মোক্তাদির। ভিডিও কলে ক্রেতাদের চকচকে পিস্তল, ডলারের বান্ডিল ও আসল সদৃশ গুলি দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। পরে বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে টাকা নিয়ে পাঠাতেন কাগজে মোড়ানো জাল টাকা, নকল অস্ত্র—কখনও বা কিছুই নয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন, বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্র কিনে বিক্রি করতেন তিনি। কুরিয়ারে পাঠাতেন নকল মালামাল, আবার কখনও পাঠানোর ভুয়া স্লিপ দেখিয়ে হাতিয়ে নিতেন অগ্রিম টাকা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মোক্তাদিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সরবরাহকারী চক্রকে ধরতে অভিযান চলছে।” তিনি জানান, সাম্প্রতিক সময় সিলেট বিভাগে নকল অস্ত্রের কারবার উদ্বেগজনক হারে বেড়েছে, যা নির্বাচনের আগে নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।
আটক মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন। র্যাব জানিয়েছে, অনলাইন প্রতারণা ও জাল টাকা বাণিজ্যে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
