যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিলের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও অনলাইন একটিভিস্ট আব্দুল জলিলের সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নেতৃবৃন্দ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার পূর্বে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মশিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য আরকুম আলী।


আমন্ত্রিত অতিথির বক্তব্যে আব্দুল জলিল বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের আয়না। তাঁদের নির্ভীক লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির চিত্র উদঘাটিত হয়। আমরা চাই সাংবাদিকদের কলম থেমে না যাক— তাঁদের লেখায় গণমানুষের কণ্ঠস্বর প্রতিফলিত হোক।”

তিনি আরও বলেন, বিশ্বনাথে মানসম্মত ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট’ কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সফল করতে সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।


সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী ও কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য মো. আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠক হাবিবুর রহমান, নাট্যকার পাপলু দাস পাপ্পু, নাজিম উদ্দিন, রোমান আহমদ, রফিজ আলী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন