বালাগঞ্জে অচল সৌর স্ট্রিট লাইট: সরকারি প্রকল্প এখন অন্ধকারে


বালাগঞ্জ প্রতিনিধি

সরকারি অর্থে স্থাপিত সৌরচালিত স্ট্রিট লাইটে আলোকিত হওয়ার কথা ছিল সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয় ইউনিয়নের সড়ক ও বাজার। কিন্তু কয়েক বছরের ব্যবধানে এসব লাইট এখন বিকল হয়ে অচল অবস্থায় পড়ে আছে।


২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি প্রকল্পের আওতায় ২০ ফুট উচ্চতার স্টিলের খুঁটির ওপর বসানো হয়েছিল লাইটগুলো। ঠিকাদারি প্রতিষ্ঠানের তিন বছরের রক্ষণাবেক্ষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে মেরামতের কোনো উদ্যোগ নেই।

সোনাপুর গ্রামের মাসুক মিয়া বলেন, “প্রথমে আলো পেয়ে ভালো লাগলেও এখন লাইটগুলো একে একে নষ্ট হয়ে গেছে, কেউ দেখছে না।”

স্থানীয়দের অভিযোগ, এটি সরকারি অর্থের অপচয় ও অবহেলার জ্বলন্ত উদাহরণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস জানান, রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন স্থানীয় উপকারভোগীদের।


সচেতন মহল বলছেন, সরকারি প্রকল্প টেকসই করতে হলে শুধু স্থাপন নয়—নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই জরুরি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন