বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন মাস রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা–২০২৫”-এর পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। উদ্বোধকের বক্তব্য রাখেন আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নোমান আহমদ এবং সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী।
স্বাগত বক্তব্য দেন শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন রিসালাহ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ও আমন্ত্রিত নাশিদ শিল্পীবৃন্দ। কেরাত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা সাইফুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ প্রমুখ।