সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে আটক শ্যালক হানিফ উদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন সুমনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নোমান উদ্দিন হত্যাকাণ্ডটি শুরু থেকেই নানা রহস্যে ঘেরা। পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তাঁদের দাবি— ঘটনার নেপথ্যে পারিবারিক সম্পত্তি ও বাড়ির মালিকানা নিয়ে বিরোধই মূল কারণ।
নিহত নোমানের ভাই রিয়াজ উদ্দিন বলেন, “ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত এবং প্রকৃত খুনীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো।”
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, “ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত তথ্য বের করতে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
জকিগঞ্জের কালিগঞ্জ এলাকায় নোমান উদ্দিন ছিলেন পরিচিত ব্যবসায়ী। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। স্বজনরা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।
